ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

প্যারাবন উজাড় করে গড়ে ওঠা ১১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:০৭ এএম
কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্যারাবন উজাড় করে গড়ে ওঠা ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল থেকে নৌবাহিনী, বন বিভাগ ও পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করে মহেশখালী উপজেলা প্রশাসন।

অভিযানে চিংড়িঘেরের শ্রমিকদের থাকার ৬টি ঘর এবং খালের মুখে পানি আটকানোর জন্য ব্যবহৃত গাছের গুঁড়ি বা কাঠ দিয়ে তৈরি অস্থায়ী ৫টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল হাসানও ছিলেন। তিনি বলেন, সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার ৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এ দ্বীপকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার, সেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। দ্বীপটির সুরক্ষায় সবার সামষ্টিক উপস্থিতির ওপর জোর দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট টিম, বাংলাদেশ পুলিশ ও বন বিভাগকে সঙ্গে নিয়ে ১১টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সোনাদিয়ায় থাকা বন বিভাগের বিট অফিস ফিরিয়ে আনতে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।

হেদায়েত উল্লাহ বলেন, অবৈধ দখল পর্যায়ক্রমে উচ্ছেদ করে এখানে বনায়ন করা হবে। সোনাদিয়া দ্বীপে নতুন করে প্যারাবন কাটা বন্ধ করেছি আমরা। সবার সহযোগিতায় সেটা আমরা অব্যাহত রাখব।