ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

শেইফার্টের সেঞ্চুরিতে হারল সাকিবের দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০১:১১ পিএম
টিম শেইফার্ট। ছবি- সংগৃহীত

অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। সিপিএলের এবারের আসরে ব্যাট হাতে টানা ব্যর্থতার পর ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে তিনি খেললেন ২৬ বলে ৬১ রানের এক বিধ্বংসী ইনিংস।

তার এই ইনিংসে ভর করে তার দল অ্যান্টিগুয়া এন্ড বারবুডা ফ্যালকনস ২০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। কিংসের ব্যাটসম্যান টিম শেইফার্টের বিধ্বংসী ১২৫ রানের ইনিংসে ফ্যালকনসকে ৬ উইকেটে পরাজিত করে কিংস।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ফ্যালকনস। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। এরপর সাকিব মাঠে নেমে আমির জাঙোর সাথে ৪৯ বলে ৯১ রানের এক ঝড়ো জুটি গড়েন।

এই জুটিতেই সাকিবের ব্যাট থেকে আসে ৬১ রান, যার মধ্যে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এটি চলতি আসরে তার প্রথম অর্ধশতক।

সাকিবের এই ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল সংগ্রহ পায় ফ্যালকনস। কিংসের পক্ষে শামসি ৩টি এবং ডেলানো পটজিটার ১টি উইকেট নেন।

২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে সেন্ট লুসিয়া কিংস। তবে আসল কাজটা করেন টিম শেইফার্ট। মাত্র ৫৩ বলে তিনি করেন ১২৫ রান, যার মধ্যে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা।

তার এই অপ্রতিরোধ্য ইনিংসের সামনে ফ্যালকনসের বোলাররা ছিল অসহায়। সাকিব নিজেও বল হাতে সফল হতে পারেননি। মাত্র ২ ওভার বল করে তিনি ৩২ রান খরচ করেন এবং কোনো উইকেট পাননি।

শেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে কিংস ১৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়।

সংক্ষিপ্ত স্কোর

অ্যান্টিগুয়া এন্ড বারবুডা ফ্যালকনস: ২০৪/৪ (২০ ওভার)

সাকিব আল হাসান: ৬১ (২৬), আমির জাঙ্গো: ৫৬ (৪৩)

তাবরাইজ শামসি: ৩/৩৫

সেন্ট লুসিয়া কিংস: ২০৫/৪ (১৭.৫ ওভার)

টিম শেইফার্ট: ১২৫ (৫৩), টিম ডেভিড: ২৩ (১৬)

জেডিন সিলস: ১/৩২, উসামা মীর: ১/৪০

ফলাফল: সেন্ট লুসিয়া কিংস ৬ উইকেটে জয়ী