গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে গণঅধিকার পরিষদ মধুপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহ রোডের বাসাবাড়ি মার্কেটের সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে মধুপুর বাসস্ট্যান্ড হয়ে থানা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সদস্য আব্দুল হামিদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আরিয়ান খান অনিক, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম, অর্থ সম্পাদক নাজমুল হাসান এবং গণঅধিকার মধুপুর শাখার সমন্বয়ক বুলবুল আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুপুরের প্রধান সমন্বয়ক মো. সবুজ মিয়া।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন