নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার সিদ্দিক প্রামাণিকের ছেলে। মাধনগর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. উজ্জল হোসেন বলেন, ‘পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হন। ঘটনার পর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’