চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে তাসলিমা খাতুন (২) বাড়ির পাশে রেললাইনে খেলছিল। এ সময় খুলনা থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমনুরা রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খুলনা-রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় শিশুটি মারা গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’