ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

নেটওয়ার্কিং প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৪০ এএম
পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষিত ও বেকার যুবকদের কর্মমুখী করার উদ্দেশ্যে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ শুরু হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) দ্বিতীয় পর্যায়’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৪০ জন যুবক ও যুব নারী। গত রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ গাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসীন সাদেক।

আগামী দুই মাস ধরে নির্বাচিত প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।