ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

নিখোঁজ কিশোরের  মরদেহ উদ্ধার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৫৯ এএম
নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর মো. মাম্পি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। এর আগে গত রোববার দুপুর আড়াইটার দিকে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন মাম্পি। নিহত কিশোর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুলের ছেলে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।’

পরিবার সূত্রে জানা যায়, ২৫ থেকে ৩০ জনের একটি দল বদলগাছী থেকে নদীপথে একটি নৌকা নিয়ে দুই দিনের জন্য নাটোরের পাটুলে পিকনিকে যায়। রোববার পিকনিক শেষে নৌকায় বাড়ি ফিরার পথে কৃষ্ণপুর সরদারপাড়া এলাকায় মাম্পি নদীতে পড়ে যান। স্থানীয়রা, রাণীনগর ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে খুঁজলেও কোনো সন্ধান মেলেনি। পরদিন সকাল থেকে পুনরায় অভিযান চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’