ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীনগর ও পটিয়ায় পৃথক ঘটনায় ছয়জন নিহত

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০৩ এএম
পটিয়া

দেশের দুই জেলায় পৃথক ছয়টি ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে তিনজন এবং চট্টগ্রামের পটিয়ায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আছেন শিশু, নারী, বৃদ্ধ ও যুবক।

শ্রীনগর (মুন্সীগঞ্জ): শ্রীনগর উপজেলায় গতকাল সকালে পৃথক তিন ঘটনায় তিনজন নিহত হন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা বাবার হাতে ছেলের নিহত হওয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ষোলঘর জোড়পুকুর এলাকায় সকাল ৮টার দিকে আবুল হোসেনের (৭০) ছেলে আব্দুল আহাদ (৩২) নেশাগ্রস্ত অবস্থায় বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে ছুরি হাতে বাবার ওপর চড়াও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে আহাদ নিজেই ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং আবুল হোসেনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, উপজেলার কোলাপাড়া এলাকায় বাবুলের বাড়ির পাশে গাছের সঙ্গে হেলান দিয়ে থাকা অবস্থায় মামুন কাজী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।

একই দিন সকাল ৮টার দিকে উপজেলার হর এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ভোরে ওই পথ দিয়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের পটিয়ায় গতকাল পৃথক তিন দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনা ঘটে সকালে ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন গ্রামে। সেখানকার একটি পুকুর থেকে কাজী জাফর আহমেদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে বেলা সাড়ে ১১টার দিকে পৌর সদরের কাগজী পাড়া এলাকায়। সেখানে হাবিবা আক্তার (৭) নামের এক শিশু রিকশার চাপায় গুরুতর আহত হয়। তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

তৃতীয় ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফুলকলি ফ্যাক্টরির পাশে। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রোভার স্কাউট সদস্যরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইমুনা জাহান পিংকি তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া পটিয়া থানার ওসি নুরজ্জমান জানান, পুলিশ ঘটনাস্থলগুলোয় গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।