বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫৯ এএম

তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে বন্ধ যাত্রীবাহী সি-ট্রাক

খলিল উদ্দিন ফরিদ, ভোলা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:৫৯ এএম

ভোলার তজুমুদ্দিন-মনপুরা নৌরুট

ভোলার তজুমুদ্দিন-মনপুরা নৌরুট

ভোলার তজুমুদ্দিন-মনপুরা নৌরুটে যান্ত্রিক ত্রুটির অজুহাতে ৭ দিন ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী সি-ট্রাক এসটি ইলিশা। জেলার সঙ্গে বিচ্ছিন্ন উপজেলা মনপুরার যোগাযোগের একমাত্র নিরাপদ সি-ট্রাকটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাতায়াত করছেন যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন, বিআইডব্লিউটিসি থেকে টেন্ডারে পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠান ইয়ানুর এন্টারাইজের কর্ণধার মো. নুরউদ্দিন সি-ট্রাকটি মেরামত না করে নিজস্ব ব্যবস্থাপনায় অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাত্রী পারাপার করছেন। সুযোগ পেলেই তারা প্রতিনিয়তই যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ রাখেন সি-ট্রাকটি। এতে যেকোনো সময় দুর্ঘটনায় ট্রলারডুবির ঘটনায় প্রাণহানির আশংকা করছেন যাত্রীরা। তারপরও বাধ্য হয়ে দুর্ভোগ সহ্য করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তারা।

গত ২৬ আগস্ট মঙ্গলবার থেকে এই নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী সি-ট্রাক এস.টি ইলিশা বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেন টেন্ডারে পাওয়া সি-ট্রাক কর্তৃপক্ষের নিয়োজিত সুকানি মো. নিরব। তিনি বলেন, ঢাকা থেকে পার্টস আসলেই মেরামত করে ফের চালু হবে সি-ট্রাক।

এই রোটে চলাচকারী যাত্রী সুজন, মো. আমির, আলমগীর ও রীতা রাণীসহ অনেকে বলে, বাধ্য হয়ে ট্রলারে মাল আর যাত্রী গাদাগাদি করে যাতায়াত করছে। উপায় নাই, তাই দুর্ভোগ সহ্য করে যাতায়াত করছি। এ ছাড়াও সি-ট্রাক চালু না হওয়া অনেক গর্ভবতী মা ও রোগীরা জেলা সদরে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারছে না বলে অভিযোগ তাদের।

এই ব্যাপারে সি-ট্রাক টেন্ডারে পাওয়া ঠিকাদার নুরউদ্দিনের পক্ষে মো. নিরব উদ্দিন বলেন, যান্ত্রিক ত্রুটির মেরামতের কাজ চলছে। দুই একদিনের মধ্যে সি-ট্রাকটি চালু হবে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে অনুমোদনহীন ট্রলারে যাত্রী পারাপারের ব্যাপারে কিছু বলতে চান না এই সুকানী।

এ ব্যাপারে ভোলা জেলা বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক কাওছার হোসেন জানান, সি-ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কাজ শেষ করে ফের চলাচল করবে। যাত্রীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এই ব্যাপারে বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বরিশাল অঞ্চল) খন্দকার তানভীর মুঠোফোনে জানান, যান্ত্রিক ত্রুটির কাজ শেষে সি-ট্রাক চলার কথা। দুদিন আগে টেন্ডারে পাওয়া নুর উদ্দিনকে অফিসে ডেকে সি-ট্রাক চালুর বিষয় বসেছিলাম। আজ ফের ডেকে দ্রুত সি-ট্রাক চালুর জন্য বলা হবে। দ্রুত সি-ট্রাক চালু না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!