মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:০৪ এএম

সেনা অভ্যুত্থানের পর মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৯:০৪ এএম

মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী রাজাওনারিভেলো। ছবি- সংগৃহীত

মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী রাজাওনারিভেলো। ছবি- সংগৃহীত

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী হলেন দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলো। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের সেনা শাসক কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা সোমবার (২০ অক্টোবর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। র‌্যান্দ্রিয়ানিরিনা গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

এর কয়েক দিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আমাদের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এদিকে, গত সপ্তাহের শেষের দিকে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। নির্বাসনে থেকেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও মাদাগাস্কারের সেনাবাহিনীর ভেতরে বিভক্তি এবং ক্ষমতা দখলের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে।

মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল।

ক্ষমতা দখলের পর তিনি দক্ষিণ আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রের সংসদ, নির্বাচন কমিশন, সিনেট, উচ্চ আদালত ও সংবিধান পরিষদসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। যদিও স্থগিত ঘোষণা করা সংবিধান পরিষদই তার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের বৈধতা দিয়েছিল। 

র‌্যান্দ্রিয়ানিরিনা বলেছেন, বেসামরিক সরকারে ফেরার জন্য নির্বাচন আয়োজনে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। গত কয়েক বছর ধরে দেশটির প্রেসিডেন্ট রাজোয়েলিনার কড়া সমালোচনা করে আসছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা।

২০২৩ সালের ২৭ নভেম্বর সেনাবাহিনীতে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর সেদিনই তার বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরা ও কারাদণ্ডের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে স্থগিত সাজার পর মুক্তি পান এবং পুনরায় ক্যাপসাটে যোগ দেন তিনি।

গত ১১ অক্টোবর রাজোয়েলিনার বিরুদ্ধে জেন-জি আন্দোলন দ্রুতগতিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় র‌্যান্দ্রিয়ানিরিনা এক ভিডিও বার্তায় মাদাগাস্কারের নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ অমান্য করার নির্দেশ দেন তিনি। তার এই আহ্বানের পর ক্যাপসাটের কিছু সৈন্য সরাসরি বিক্ষোভে যোগ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!