ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:০৪ এএম
নরসিংদী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় র‌্যালিটি উপজেলার কলেজ রোড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আলোচনা সভায় বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ জলিল কাদেরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুল।

এই সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডা. রুস্তম আলী মধু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া (ভেন্ডার), উপজেলা যুবদলের নেতা সিনতাজ মোহাম্মদ সালমান, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, বেলাবো ইউনিয়ন পরিষদের সদস্য তানভীর হাসান রুবেলসহ প্রমুখ।