রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুঠিয়া উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের উদ্যোগে প্রায় শতাধিক অসহায়, ক্যানসার আক্রান্ত ও দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় লন্ডনপ্রবাসী রেজাউল করিম বলেন, ‘বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে আছে। তারেক রহমান নিজে এসব মানুষদের খোঁজ নিচ্ছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দুর্গাপুর-পুঠিয়ায় এ ধরনের সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার সাবেক মেয়র আল মামুন, পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।