ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বৃদ্ধার মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৬:৪৩ এএম
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার  আখাউড়ায় চলন্ত ট্রেনে জজ খাতুন নামে এক বৃদ্ধা যাত্রীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আস চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গত বুধবার রাতে  আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে তিনি হঠাৎ মারা যায়। নিহত ওই বৃদ্ধার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া গ্রামে। তিনি দুই মেয়ে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন।

সেখানে তারা ভিক্ষাবৃত্তি করেন। এদিকে ট্রেন যাত্রীরা নিহতের মরদেহ নামিয়ে ফেলার জন্য ট্রেন সংশ্লিষ্টদের অনুরোধ করেন। কিন্তু সঙ্গে থাকা জজ খাতুনের দুই মেয়ে চেয়ে ছিলেন চট্টগ্রাম যেখানে তারা থাকেন সেখানে নিয়ে যেতে। পরে যাত্রীদের আপত্তিতে তাকে ট্রেন থেকে এ স্টেশনে নামানো হয়। জজ খাতুনের পরিবার জানায়, লাশ নেওয়ার মতো টাকা তাদের হাতে নেই। পরে ট্রেনযাত্রীসহ স্টেশনে উপস্থিত লোকজন তাদের টাকা তুলে দেন। ট্রেনটি প্রায় আধা ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনযাত্রী মো. মঈন মিয়া জানান, চট্টলা  ট্রেনটিতে খুব ভিড় ছিল। ওই বৃদ্ধা তার দুই মেয়েকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ঘ বগিতে ওঠেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসার পার আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার পথে তিনি হঠাৎ অচেতন হয়ে মারা যান।