ঝিনাইদহের শৈলকূপায় ২০৪০ পিস ইয়াবাসহ অন্তর ম-ল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌরসভার মাঠপাড়া থেকে অন্তর ম-লকে ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অন্তর ম-ল শৈলকূপা পৌরসভার মাঠপাড়া গ্রামের রশিদ ম-লের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর ম-লের বাড়িতে অভিযান চালায় শৈলকূপা পুলিশ। সে সময় তার ঘর থেকে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৯০ টাকা এবং খুচরা বিক্রির কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। পরে আসামিকে থানায় আনা হয়। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, সে এলাকার মাদক কারবারি এবং মাদকসেবী। পুলিশ অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে ইয়াবার বড় চালান জব্দ করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।