নাটোরের বাগাতিপাড়ায় হতাশায় গলায় ফাঁস লাগিয়ে কমল কুমার (২৩) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে তার নিজ শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত কমল কুমার উপজেলার সদর ইউনিয়নের জিগরী কর্মকারপাড়া এলাকার শ্রী প্রদ্বীপ কুমারের ছেলে এবং নাটোর এন এস কলেজের অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমল কুমার প্রায় তিন বছর আগে একটি দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত পায়। তারপর থেকে সে প্রায় বিছানাগত হয়ে যায়। তার ডান পা থেকে কোমর পর্যন্ত প্রায় অবশ হয়ে আসে এবং প্রচ- ব্যথা ও যন্ত্রণা করত। তখন থেকে আর ঠিকমতো কলেজে যেতে পারত না। এতে করে সে সবসময় হতাশাগ্রস্ত থাকত। ঘটনার দিন সন্ধ্যার আগে তার বাড়িতে কেউ না থাকায় সে হতাশায় আত্মহত্যা করতে নিজ কক্ষের তীরে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলেছিল। কিছু সময় পরে পরিবারের লোকজন টের পেয়ে কমলকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন