ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পাগলের বাজার এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন চিকিৎসক প্রদীপ কুমার সরকার, ননী গোপাল হাওলাদার, আকলিমা বেগম ও রিতু সারিন।
ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী এবং সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। চিকিৎসা নিতে আসা ৮৬ বছরের সোনা ভানু বলেন, ‘ভালো ডাক্তার দেখাতে শহরে যেতে পারি না। তাই এখানে ডাক্তার দেখাতে এসেছি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন