লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরে। গতকাল বুধবার সকাল থেকে লাকসাম উপজেলা ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম নারী উদ্যোক্তা সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া ছাত্র জনতা লাকসাম বাইপাস থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় সমাবেশে যোগ দেয়। এ সময় লাকসাম প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিটি রানার গ্রুপসহ বহু সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘লাকসামের ইতিহাসের আগে এমন জনবান্ধব ইউএনও আসেননি। কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি জনতার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বদলি ষড়যন্ত্রমূলক এবং অযৌক্তিক। তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। এদিকে, আন্দোলনরত ছাত্র জনতা ঘোষণা দেন ২৪ ঘণ্টার মধ্যে আদেশ প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন