ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার আদর্শপাড়া বিআরডিবি এলাকায় সংখ্যালঘু পরিবারের মালিকানাধীন প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৩৬ শতাংশ জমি জবর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেকান্দার আলীর তিন ছেলের বিরুদ্ধে।
গত রোববার সকালে চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুশেন চন্দ্র শীল ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
পরিবারটির দাবি, দাদা নকুল চন্দ্র শীলের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে ছিল। জমির একাংশে দোকানঘর নির্মাণ করে তারা ভাড়া দিয়েছিলেন। ওই দোকানের ভাড়াটিয়া ছিলেন সেকান্দার আলী। সময়ের ব্যবধানে জমির দাম বেড়ে যাওয়ায় সেকান্দার আলীর ছেলেরা- ইউসুব দুলাল, খোকন ও বাবুল, জাল দলিল তৈরি করে মালিকানা দাবি শুরু করে।
এ ঘটনায় ২০২২ সালে সংখ্যালঘু পরিবার আদালতে মামলা করলে সহকারী জজ আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। তবে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের সুযোগে অভিযুক্তরা নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে সেমি-পাকা ঘর নির্মাণ করেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন তারা।
অভিযুক্ত খোকন দাবি করেন, তারা আলী হোসেন ও নজির আহম্মেদের কাছ থেকে ওই জমি কিনে ভোগদখলে আছেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন