সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা গ্রামে মৎস্য চাষ প্রকল্পের আওতায় থাকা সরকারি হাভাতিয়া পুকুর সাব-লিজ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সুফলভোগী সমবায় সমিতির সভাপতি তপন কুমারের বিরুদ্ধে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বিঘা আয়তনের এ জলাশয়টি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১ জন সুফলভোগীকে লিজ দেওয়া হয়। শর্ত ছিল, পুকুর পাড়ের বাসিন্দারা বছরভিত্তিক লিজ নবায়ন করে মাছ চাষ করবেন। তবে কোনোভাবেই জলাশয় সাব-লিজ দেওয়ার সুযোগ নেই।
অভিযোগ অনুযায়ী, সভাপতি তপন কুমার অন্য সদস্যদের না জানিয়ে ও তাদের সিদ্ধান্ত ছাড়াই তিন মাস আগে একই গ্রামের মৎস্যচাষি জামিউল ইসলাম জামিল গংয়ের কাছে নগদ ৫ লাখ টাকায় এক বছরের জন্য পুকুরটি সাব-লিজ দেন। তবে সদস্যদের মধ্যে এ টাকার অংশ বণ্টন না করে পুরো অর্থ তিনি এককভাবে আত্মসাৎ করেন বলে অভিযোগ।
সুবাস চন্দ্র মাহাতো নামে এক সুফলভোগী অভিযোগ করে বলেন, ‘সভাপতি তপন কুমার সু-কৌশলে পুকুর সাব-লিজ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। এমনকি মৎস্য অফিস থেকে বরাদ্দকৃত মাছের খাদ্যসামগ্রী অন্যত্র বিক্রি করে সেই টাকাও নিজের কাছে রেখেছেন।’
এ বিষয়ে সাব-লিজ গ্রহণকারী মৎস্যচাষি জামিউল ইসলাম জামিল বলেন, ‘আমরা সভাপতি তপন কুমারের কাছ থেকে খাদ্যসামগ্রীসহ পুকুরটি নগদ ৫ লাখ টাকায় এক বছরের জন্য সাব-লিজ নিয়েছি। অঙ্গীকারনামাও রয়েছে। তবে ওই টাকা তিনি কিভাবে ব্যবহার করেছেন সেটা আমরা জানি না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন