ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

যুবকের আত্মহত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:২৪ এএম

চট্টগ্রামের সীতাকু- উপজেলার উত্তর বাইপাস এলাকায় ভাড়াবাসার চতুর্থ তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. সরোয়ার (২৬) নামে এক যুবক। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার সীতাকু- মা ও শিশু জেনারেল হাসপাতালের সিনিয়র পুরুষ স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সাদপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। খবর পেয়ে সীতাকু- মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলছে বলে পুলিশ জানিয়েছে।