ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষক গ্রেপ্তার

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৩৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

রূপগঞ্জ থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বুধবার বিকেলে মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অত্র স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম কৌশলে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুটি তার পরিবার ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাযের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে এবং গতকাল বৃহস্পতিবারে দুপুরে গ্রেপ্তারকৃত ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়।