দশমিনা থানা পুলিশ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যার পরে বিভিন্ন সময় আসামিদের নিজ নিজ এলাকা গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাহবুব প্যাদা (৫০) এবং রনগোপালদী ইউনিয়নের যুবলীগ সহ-সভাপতি মো. হেলাল গাজী (৩৫)। থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালীন সময়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে অনেক নেতাকর্মী আহত হন। এরপর মামলার এজাহারের ভিত্তিতে বুধবার সন্ধ্যার পর পুলিশ তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, ‘গ্রেপ্তারকৃতরা আজ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’