রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শিবু দাস।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজসেবা অফিসার রবিউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলামসহ পুঠিয়ার সাংবাদিকরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি, হাট-বাজার উন্নয়ন, জনসচেতনতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় সবার অংশগ্রহণ ও পরামর্শে উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে ইতিবাচক মতামত উঠে আসে।