ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

কলেজ-শিক্ষককে মারধর অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৫০ এএম

নাটোরের নলডাঙ্গার মাধনগর কারিগরি কলেজে ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, গত বুধবার সকাল ১১টার দিকে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের নির্দেশে কলেজের অফিস সহকারী ওয়াজেদ আলী ওই হামলা চালান।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলীসহ ৪-৫ জনকে বিবাদী করা হয়।

পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মাধনগর বাজারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা সামসুর রহমান, কলেজ শিক্ষক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যাপক এনামুল হকসহ স্থানীয় নেতারা।

বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ নয়ন চন্দ্র দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, শিক্ষকদের ওপর নির্যাতন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ নানা অনিয়ম চালিয়ে আসছেন। তাঁর স্ত্রী বীথিকা সরকারকেও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দিয়ে কলেজকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।

অন্যদিকে, অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিক ও অফিস সহকারী ওয়াজেদ আলী এসব অভিযোগ অস্বীকার করে জানান, এগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়াংকা দাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ডেকে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও নয়ন চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল। তবে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অভিযোগগুলো চাপা পড়ে যায়।