ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

গাইডওয়ালের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১২:৫২ এএম

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে এবং দুপচাঁচিয়া পৌরসভার বাস্তবায়নে মহাশ্মশান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরে নির্মিত পুকুর ঘাট ও গাইড ওয়ালের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্দির চত্বরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অসীম কুমার দাসের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান ও উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান, সাবেক কাউন্সিলর রেজানুর রহমান তালুকদার রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পৌরসভা সূত্রে জানা যায়, এডিবির অর্থায়নে ৬ লাখ ১৫ হাজার ৭৩৮ টাকা ব্যয়ে পুকুরঘাট ও গাইডওয়াল নির্মাণ করা হয়েছে।