চুয়াডাঙ্গায় একটি আবাসিক হোটেল থেকে মামুমুর রহমান মাসুম নামে এক টেক্সটাইল প্রোকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১ টার দিকে ‘চুয়াডাঙ্গা আবাসিক হোটেল’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ সবুজপাড়ার মুজিবর রহমানের ছেলে। তার বাড়ি চুয়াডাঙ্গায় হলেও তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার মামুনুর রহমান তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় ঘুরতে আসেন। তারা চুয়াডাঙ্গা আবাসিক হোটেলে ওঠেন। হোটেলের ম্যানেজার সাগর বলেন, তারা তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
পরবর্তীতে মামুনুরের দুই বন্ধু চলে গেলেও তিনি হোটেলেই থেকে যান। মামুনুর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি। শনিবার সকালে হোটেলের চতুর্থ তলা থেকে কান্নার শব্দ শুনে তিনি উপরে গিয়ে দেখতে পান মামুনুরের স্বজনরা সেখানে কান্নাকাটি করছেন। স্বজনদের পরামর্শ দেওয়া হয় মামুনুরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে তারা দেখতে পান মামুনুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তিনি মারা গেছেন। তখন স্বজনরা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, মাহবুবুর রহমান মাসুম নামের এক ব্যক্তির মরদেহ হোটেলের রুমে রয়েছে। সিআইডির টিম এসে আলামত সংগ্রহ করবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।