নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল আমাইতাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তরিকুলের কাছ থেকে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ধামইরহাট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।