‘সমবায় উন্নত বিশ্বের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়ন পরিচালনা’ প্রতিপাদ্যে রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিবু দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোতাল্লেম। হেইফার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন রিজিওনাল ম্যানেজার আব্দুল্লা আল মামুন। এ সময় সমবায়ের ভূমিকা ও নারীদের অংশগ্রহণে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।