ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ইউপি সদস্য গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩৮ এএম

শিল্পাঞ্চল খ্যাত সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় জিরাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফজাল হোসেন আশুলিয়ার জিরাবোর কু-লবাগ এলাকার মৃত আলহাজ জমির আলীর ছেলে। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলায় আফজাল হোসেন এজহারভুক্ত আসামি ছিলেন। শুক্রবার তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।