পটুয়াখালীর মির্জাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম শান্ত, মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, পল্লী বিদ্যুৎ মির্জাগঞ্জ জোনাল অফিসের এজিএম পলক সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক আমীর মাও. মুহাম্মদ সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পূজাম-পের প্রতিনিধি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন