গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৫৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
গত রোববার রাত সোয়া ১২টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগারের জেলার আতিকুর রহমান জানান, মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। চলতি মাসের ২ তারিখে গ্রেপ্তারের পর তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়। তিনি হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর নিয়মানুযায়ী সুরতহাল ও ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে মরদেহ তার ছেলে রাকিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, মুন্নার মৃত্যুকে ঘিরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিহতের স্বজন ও এলাকাবাসী জড়ো হয়ে জেল পুলিশ ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে কারাগারে স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি তারা অভিযোগ করেন, কৌশলে হত্যা করা হয়েছে মুন্নাকে।
এ সময় স্বজনরা কারা কর্তৃপক্ষকে দায়ী করে দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন