দশমিনায় উপজেলা সদর ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আকবর খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, আলী আকবর খান দলীয় পদ-পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি এবং জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। এসব বিষয়ে সাংগঠনিক বিধান অনুযায়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক অলিউল ইসলাম ও সদস্যসচিব মো. কাওছার খান রিকোজের স্বাক্ষরিত চিঠিতে তাকে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওই ব্যক্তির সঙ্গে সাংগঠনিক কোনো কার্যক্রম না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন