চট্টগ্রামের পটিয়ায় পরিত্যক্ত একটি পোশাক কারখানায় ডাকাতের হামলায় ৫ জন আহত হয়েছেন। গত রোববার গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারিপুল এলাকায় আম্বিয়া নিটিং অ্যান্ড ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ কারখানার ইলেকট্রিশিয়ান মো. সেকান্দর (৪০), নৈশপ্রহরী মোহাম্মদ পেয়ারু (৩৫), আবদুর রশিদ (৬০), আবদুল হক (৫৬), মো. বাদশা (৩০)। এদের মধ্যে সেকান্দরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কারখানাটি বন্ধ থাকলেও মূল্যবান মেশিনারি রয়েছে। এ কারণে কারখানায় নৈশপ্রহরী থাকেন। প্রতিদিনের মতো রোববার রাতেও প্রহরীরা কারখানা পাহারা দিচ্ছিল। রাত দেড়টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাতদল কারখানায় প্রবেশ করে নৈশপ্রহরীদের মারধর করে। প্রহরীদের মধ্যে একজন ডাকাতের বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের ফোনে জানালে এলাকার লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন