ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য

বদলির পরও দায়িত্ব ছাড়েননি গোয়ালন্দের ইউএনও

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:৩৫ এএম

গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলের মাজারে তৌহিদি জনতার হামলা, কবর থেকে মরদেহ উঠিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান। গত ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রজ্ঞাপন অমান্য করে তিনি এখনো গোয়ালন্দেই দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়, গোয়ালন্দের ইউএনও নাহিদুর রহমান গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণ থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) গণ্য করা হবে।

কিন্তু নির্ধারিত সময় অতিক্রম করে ৪ দিন অতিবাহিত হলেও এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন ইউএনও নাহিদুর রহমান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ পাওয়ার পরও তিনি কীভাবে স্বকর্মস্থলে বহাল থাকেন, এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।জানা যায়, সরকারি চাকরিবিধি অনুযায়ী বদলির আদেশ জারি হওয়ার পর নির্ধারিত সময়ে যোগদান না করলে কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে আগের পদ থেকে অবমুক্ত হওয়ার নিয়ম রয়েছে। তবে নাহিদুর রহমান কী কারণে এখনো নতুন কর্মস্থলে যোগ দেননিÑ এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গোয়ালন্দের ইউএনও মো. নাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজবাড়ীর জেলা প্রশাসক মোছা. সুলতানা আক্তার বলেন, গোয়ালন্দ উপজেলায় কোনো ইউএনও না থাকায় মৌখিকভাবে নাহিদুর রহমানকে স্বকর্মস্থলে বহাল রাখা হয়েছে। গোয়ালন্দে নতুন কর্মকর্তা এলে তিনি তার কর্মস্থলে ফিরে যাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, মৌখিকভাবে নাহিদুর রহমানকে গোয়ালন্দে বহাল রাখা হয়েছে।