ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:৪৪ এএম

গাজীপুরের কালিয়াকৈরে তর্কের জেরে এক সহকর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন অপর সহকর্মী। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন যশোররের কেশবপুর উপজেলার ভা-ারখোলা এলাকার মোবারক মোড়লের ছেলে। আটককৃত লিমন হোসেন কুড়িগ্রামের রৌমারী থানার মিয়ারচর এলাকার মিজানুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোলট্রি ফিডের দোকানে কাজ করতেন আকবর ও লিমন। বেলা ১১টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাগ্বিত-া হয়। একপর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।