মুন্সীগঞ্জের গজারিয়ায় অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করেছে স্থানীয় বিএনপি। গতকার বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫টি পরিবারের মাঝে হুইলচেয়ার, ১৫টি পরিবারকে সেলাই মেশিন এবং ৩০ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন প্রমুখ।