চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মো. নাহিদ (১৬) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ নতুন বাজার (চিকনেরখীল) এলাকার কামাল হোসেনের একমাত্র ছেলে এবং বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরে ডুবে গেলে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগানবাজার ইউনিয়ন পরিষদ সদস্য জেসমিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্র নাহিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন