টাঙ্গাইলের বাসাইলে এইচএম ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাগর হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে নিহতের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন নিহতের মা পারভীন বেগম, বোন সিনহা আক্তার, খালা বিউটি আক্তার, সাগরের সহপাঠী ফাহাদ ও খাইরুল প্রমুখ। নিহত সাগর উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া গ্রামের প্রবাসী বাদশা মিয়ার ছেলে। বক্তারা বলেন, এলাকার ৯০ জন মিলে বংশাই নদীর পাথরঘাটা এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে শুধু সাগর নিখোঁজ হয়। কিন্তু সাগরের মরদেহ পাওয়া গেছে লৌহজং নদীতে। এর থেকেই বোঝা যায়, সাগরকে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর তার মরদেহ নদীতে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় তারা হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন