ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আর্থিক সহায়তা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:৪৬ এএম

নওগাঁর রাণীনগরে মা-হারা অসহায় দুই শিশু প্রীতম ও প্রিয়সীকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি। এ সময় দুই শিশুর কাকা পলাশ প্রামাণিক ও উপজেলা পরিষদের সিএ আনছার আলী উপস্থিত ছিলেন। প্রীতম ও প্রিয়সী উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ডাবলু প্রামাণিকের সন্তান। প্রীতম সপ্তম ও প্রিয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ইউএনও মো. রাকিবুল হাসান দুই শিশুর উদ্দেশে বলেন, তোমরা দুই ভাই-বোন পড়াশোনা চালিয়ে যাবে। আর এই পড়াশোনা চালিয়ে যেতে যেকোনো বিষয়ে আমাকে জানাবে। আমি সব সময় তোমাদের পাশে আছি।