বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শতভাগ ভর্তি নিশ্চিত করা ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান সভায় সভাপতিত্ব করেন। সমাবেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির বাবলুর রশিদ, সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন প্রমুখ। সাবেক এমপি বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মায়েদের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট ছোট শিক্ষার্থীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন