হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখা কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার শাহ সুফী জোনাব আলী পৌর ঈদগাহে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমির সঞ্চালনায় ও উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী। পরিচিতি সভায় স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংবাদকর্মী ও মুসল্লিরা অংশ নেন। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম একটি শুদ্ধ চিন্তা, কর্ম ও আদর্শের ধারক সংগঠন। এ সংগঠন দেশের স্বাধীনতা, ইসলামি সংস্কৃতি, সামাজিক ন্যায়বিচার ও শিক্ষা বিস্তারে নিরন্তর অবদান রেখে চলেছে।