ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

বিদ্যুৎস্পর্শে মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১২:৪২ এএম

নাটোরের বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে রবিউল ইসলাম (৪১) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের আফসার আলীর ছেলে এবং ঢাকা কোচ গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিনি মেইন সুইচ বন্ধ না করেই বৈদ্যুতিক কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত জানালার গ্রিলের সঙ্গে থাকা তারে হাত লাগলে বিদ্যুৎস্পর্শ হয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার বড় শ্যালক রুবেল ছুটে গিয়ে ডাক দিতে গেলে তিনিও বিদ্যুতের শকে আক্রান্ত হন। পরে রবিউলের ঘাড়ে থাকা গামছা দিয়ে টেনে তাকে মুক্ত করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।