ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

আ.লীগ নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১২:৪৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে মহসীন মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’ স্থানীয় সূত্রে জানা যায়, মহসীন মন্টু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সাবেক সরকার আমলে তিনি দলের প্রভাব ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করতেন।