ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

চুরির অভিযোগে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:০২ এএম

পটুয়াখালীর দুমকীতে চুরির অভিযোগে এক কিশোরকে হাত-পা বেঁধে উল্টো করে নির্যাতনের অভিযোগ  পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। নির্যাতনের ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিও গত সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নির্যাতনের পরে ওই কিশোরকে পুলিশে দেওয়া হয়েছে। নির্যাতনের শিকার কিশোর রমজান মল্লিক পার্শ^বর্তী রাজাখালী গ্রামের বশির মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে রমজান কে আটক করে দোকানে নিয়ে নির্যাতন করা হয়। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজসংলগ্ন চরবয়েড়া গ্রামের জলিল সিকদারের মুদি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী শিশু ইমন, মাহফুজুর রহমান ও কামাল সিকদার বলেন, ঘটনা জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন কিশোর রমজানকে হাত-পা বেঁধে গ্রিলের সঙ্গে পা ওপরে টানিয়ে জলিল সিকদার, তার দুই স্ত্রী, আরিফ ও ফয়সাল সিকদার রড ও লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করছে। স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

তবে অভিযুক্ত দোকান মালিক জলিল সিকদার নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, ‘রমজান আমার দোকানে ঢুকে টাকা চুরি করার সময় স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলে। ভুক্তভোগী কিশোর রমজানের ভাই সাকিব হোসেনের ভাষ্য, তার ভাই মানসিক ভারসাম্যহীন। তিনি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।’

এ বিষয়ে দুমকী থানার ওসি মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা করা হয়েছে এবং কিশোরকে আদালতে পাঠানো হয়েছে। নির্যাতনের বিষয়টি তার জানা নাই।