ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও সাম্প্রতিক নৌযানে হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক পরিবার ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বাদ জুম্মার নামাজ শুক্রবার দুপুরের দিকে শহরের জহিরিয়া জামে মসজিদ সংলগ্ন থেকে জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহিদ শহীদুল্লা কায়সার সড়ক ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক পরিবারের অন্যতম সংগঠক ওসমান গনি রাসেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এনসিফির কেন্দ্রীয় নেতা জাহিদুল ইসলাম সৈকত, গণঅধিকার পরিষদের জেলার নেতা মো. ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সমন্বয়ক খোন্দকার সুমন, জিয়া উদ্দিন হৃদয় প্রমুখ।