সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্না রানী (৩৭) নামের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে সলংগা থানা পুলিশ স্থানীয় ইসলামী উচ্চবিদ্যালয়ের পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আন্না রানী উল্লাপাড়া উপজেলার ভরমোহনী দাসপাড়া গ্রামের মৃত দিজেন চন্দ্র দাসের স্ত্রী এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও পুলিশ উভয়েই ধারণা করছেন, আন্না রানীকে হত্যা করা হয়েছে। নিহতের ভাতিজা ইন্দ্রজিৎ দাস জানান, গত শুক্রবার রাতে তার কাকিমা ঘরে ঘুমিয়ে ছিলেন।
সকালে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ইসলামী উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরপাড়ে আন্নার মরদেহ পড়ে আছে। তিনি বলেন, ‘কীভাবে কাকিমার এমন মৃত্যু হলো, আমরা বুঝতে পারছি না। তবে তাকে খুন করা হয়েছে বলেই আমাদের ধারণা।’ সলংগা থানার এসআই ব্রজেশ্বর ভ্রমণ বলেন, ‘আন্না রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন