বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা। এখনো শুনছি, তারা ডাকাতি চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে আছে। সতর্ক করছি, বিএনপির সেসব মোনাফেকদের, যারা তাদের সহায়তা করছে। এ মানুষদের আমাদের দলে কোনো জায়গা নেই। আমরা এখন নির্বাচনমুখী, সে জন্য আমাদের অনেক কিছু সহ্য করতে হচ্ছে। নির্বাচন হতে আর তিন চার মাস। তারপরে পরিণতি কিন্তু ভালো হবে না। গত শুক্রবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পদুয়ার রাজারহাট ফুটবল খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের কিছু দোসর এখনো ঘুরঘুর করছে। আমাদের সতর্ক হতে হবে। তারা এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে।
অপেক্ষায় আছে, কখন তারা আক্রমণ করবে আমাদের ওপরে। তবে সতর্ক করে দিতে চাই, হয়তো আমাদের ওপর যেভাবে জুলুম করেছেন, সেভাবে করব না, তবে সেনাবাহিনীর ভাইয়েরা আছেন, পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাজ হচ্ছে এদের ধরিয়ে দেওয়া।’ বিএনপিতে চাঁদাবাজ-দালালদের কোনো জায়গা নেই উল্লেখ করে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই, আওয়ামী লীগের দালালদের কোনো জায়গা নেই। যখন বিশৃঙ্খলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উত্তর জেলা কমিটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে।
এটা আমাদের জন্য একটা সিগনাল। নিজের দল গোছাতে হবে, বাড়ি গোছাতে হবে। যারা যারা পদে বসে আছে, তারা যদি সেই পদের ফায়দা নিতে চেষ্টা করে, তাহলে তাদের আর পদে রাখা হবে না। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি মনে করে থাকেন, আমি আমার দায়িত্ব পালন করছি না, তবে আমার বিরুদ্ধেও আপনারা অভিযোগ দেবেন। দরকার হলে তারেক রহমান সাহেব আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মনে রাখতে হবে, কেউ দলের ওপরে না। আমাদের সবার দলের প্রোটোকল মেন্টেইন করতে হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন