শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এমপিওভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তাদের মূল দাবিগুলো হলো বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ দেওয়া। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ডাকে উপজেলার সব কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। উপজেলার হিরন্ময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, সারা দেশের মতো আমাদের প্রতিষ্ঠানেও কর্মবিরতি পালন করা হচ্ছে। শিক্ষকরা কোনো পাঠদান করেননি।