ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কর্মবিরতি পালন

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:০০ এএম

রাজশাহীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অস্থায়ী কর্মচারীরা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সওজ কার্যালয়ে এই কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান।

বক্তারা বলেন, এ দাবিকে কেন্দ্র করে এখন পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এর সবকটিতেই অস্থায়ী কর্মচারীদের পক্ষে রায় এসেছে। কিন্তু কর্তৃপক্ষ আদালতের সেই রায় বাস্তবায়ন করছে না। বক্তারা দ্রুত আদালতের রায় কার্যকরের দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। সমাবেশে বক্তব্য রাখেনÑ সওজ শ্রমিক ইউনিয়নের রাজশাহী আঞ্চলিক শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সম্পাদক নুরুল আমিন প্রমুখ।