ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বিনা মূল্যে সার বীজ বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:০১ এএম

ফেনীর সোনাগাজীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১১শ প্রান্তিক কৃষাণ ও কৃষানিদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলার উপ-পরিচালক আতিক উল্যাহ। উপ-সহকারী প্রতাপ নাথের সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সহকারী বিআরডিবি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজির উদ্দিন চৌধুরী, উপ-সহকারী কর্মকর্তা আজমীর হোসেন প্রমুখ।